ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ : আগামী নির্বাচনে বিএনপি রাজনৈতিকভাবে শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির পদযাত্রাকে ‘মরণযাত্রা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, বিএনপির আন্দোলনের জোয়ারে ভাটার টান পড়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এটা বিএনপির পথযাত্রা নয় মরণযাত্রা। এভাবে তাদের মরণযাত্রা শুরু হয়েছে। এভাবেই বিএনপি রাজনৈতিকভাবে মারা যাবে আগামী নির্বাচনে।
তিনি আরও বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়। তারা বাড্ডাতে আমরা উত্তরায়। তাদের পদযাত্রা আমাদের শীতবস্ত্র বিতরণ। নেত্রী বলেছেন সংঘাত নয়, তাই সবাই যার যার মত শান্তিপূর্ণ কার্যক্রম করছি। তবে নির্বাচনে খেলা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন ফাইনাল খেলা। ঘরে ঘরে যান, মানুষের কাছে যান। ভোট পেতে হলে শেখ হাসিনার উন্নয়ন আর জনপ্রতিনিধিদের আচরণের ওপর জনগণের ভোট নির্ভর করবে।
নেতাকর্মীদের প্রতি এলাকাভিত্তিক শান্তি সমাবেশ আয়োজন করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির সাথে কোন সংঘাত নয়। তবে আক্রমণ করলে দাড়িয়ে দাড়িয়ে ললিপপ খাবো না। সময় বলে দেবে জবাবে কি করবো।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, এই দলের শিকড় বাংলাদেশের গভীর পর্যন্ত। আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগ পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকব।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।