ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীনভাবে চলার পর এবার পল্লবীতে থামলো মেট্রোরেল। স্টেশনটিতে যাত্রা বিরতি দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করলো মেট্রোরেল।
Advertisement
বুধবার (২৫ জানুয়ারি) সকাল আটটা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে ৩০ সেকেন্ড পরেই আগারগাঁও স্টেশনে চলে যায়।
এর আগে সকাল আটটার আগেই স্টেশনের তিনটি দরজা খুলে দেওয়া হয়। যাত্রীরা আটটায় স্টেশনে প্রবেশ করেন। এ সময় পল্লবী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মেট্রোরেলের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানান।
তবে এদিন স্টেশনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ থাকতে দেখা গেছে।
Advertisement
এর পাশাপাশি মেশিনে খুচরা টাকা না থাকায় টিকিট সংগ্রহ করতে না পারায় অনেককে কাউন্টারে পাঠাতে দেখা গেছে। পাশাপাশি স্টেশনে টিকিট বিক্রির মেশিনের কোন কোন মুদ্রা মেশিনে প্রবেশ করানো যাবে, তার চার্ট টানিয়ে রাখতে দেখা যায়।
টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধের বিষয়ে মেট্রোরেলের পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (পরিচলন) ইফতেখার হোসাইন বলেন, ‘মেশিনগুলো নতুন। ব্যবহারকারীরা পুরনো টাকা দেওয়ায় মেশিন অকার্যকর হয়ে পড়ছে। এগুলো ঠিক হয়ে যাবে।