সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে দুর্ভোগ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ : ১৩শ’ ৫০ শয্যার হাসপাতালে সেবা পাচ্ছে দেড় হাজারেরও বেশি রোগী। অথচ ৬ তলা এই হাসপাতালে রয়েছে মাত্র দু’টি লিফট। গণপূর্ত মন্ত্রণালয়ের গড়িমসিতে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগের কমতি নেই।

Advertisement

সদ্যই মা হয়েছেন জান্নাত। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষার বাধ্য হলেন অসুস্থ শরীর নিয়ে সিড়ি ভেঙ্গে নামতে। লিফটের দীর্ঘ লাইন এড়িয়ে যাবার কোন সুযোগ পাননি তিনি। লিফটের সামনে স্ট্রেচার, হুইল চেয়ারের সিরিয়াল থাকলেও অনেক কষ্টে মেলে লিফটে ওঠার সুযোগ। একই লিফটে ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী রোগীর স্বজন এবং রোগীদের ওঠানামা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে।
সাড়ে ১৩শ শয্যার হাসপাতালে মাত্র দুটি লিফট, যা অনেকসময় মেরামতের জন্য বন্ধও থাকে। এখানেই দুর্ভোগের শেষ নয়। সরকারি এই হাসপাতালে দীর্ঘদিনের পানির সমস্যা কিছুটা সমাধান হলেও, হাসপাতালের সবখানে নেই পানির ব্যবস্থা। আর খাবার পানির জন্য গুনতে হয় টাকা।

Advertisement

নিম্নবিত্ত কেউ চিকিৎসা নিতে এসে দীর্ঘদিন হাসপাতালে থাকলে তার জন্য এই ব্যয় সংকুলান কঠিন হয়ে পড়ে। তবে লিফটের সংকট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।