ডাকাতি হয়নি, গুজব ছড়িয়ে কেন হত্যা?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুরাদনগর প্রতিনিধি,শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ : গুজবে গণপিটুনির নামে নিরীহ মানুষ হত্যা বেড়েই চলেছে। ‘গুজবকাণ্ডে’ সবশেষ সংযোগ, কুমিল্লা মুরাদনগর উপজেলায় দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রাম। বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে তিন জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, শুক্রবারও জেলার চান্দিনার মহাড়ং এলাকায় এক যুবকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়। গত ৭২ ঘণ্টায় কুমিল্লায় এ নিয়ে চার জনকে গণপিটুনিতে হত্যা করা হয়।

নিহতরা হলেন— কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে নুরু মিয়া (২৮), পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৭)। আহত হয়েছেন সদর দক্ষিণের কোটবাড়ী বাঘমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে শাহজাহান (২৮)।

ADVERTISEMENT