শৈত্যপ্রবাহের সঙ্গে ভয় ধরাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ : সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত বাংলাদেশে রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা।

আগের দিন শুক্রবার পৌষের ২৯ তারিখে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো দিনাজপুরে আট ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পাতিবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে তা বেশি হলেও হিমেল হাওয়া আর ঘনকুয়াশার মধ্যে কনকনে ঠান্ডায় মানুষ ভুগেছে বেশ।

ADVERTISEMENT

বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। শীত উপেক্ষা করে পরিবারের জন্য খাবার জোগাতে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। এছাড়া ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, আগামি দু’তিন দিন হালকা বৃষ্টির পর, তামপাত্রা আরো নিচে নামবে। দেশের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা কিছু বেড়ে আবারও কমতে পারে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেই আভাস মিলেছে।

ADVERTISEMENT

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে, যার মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত ৩ থেকে ৭ জানুয়ারি এক দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরপর আরেকদফা শৈত্যপ্রবাহ চলছে।

শনিবারের মধ্যে কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বেড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ কমতে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময় অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে আবারও।

আবহাওয়া অফিস জানাচ্ছে, ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের ১১ জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঘনকুয়াশার কারণে কোথাও কোথাও ‘ড্রিজলিং’ হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিং ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর সপ্তাহের শেষ দিকে ‘মাঘের শীত’ জেঁকে বসবে আবার।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।