ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ : ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিককে (২৭) খুনের ঘটনার প্রধান হত্যাকারী রায়হানকে (২৫) আটক করেছে পুলিশ।
ADVERTISEMENT
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে আটক করা হয়। আটক রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়নাল আবেদীন।
ADVERTISEMENT
এর আগে, একই দিন বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে রায়হানের নেতৃত্বে কয়েকজন যুবক আশিককে ছুরিকাঘাত করে খুন করে।
ADVERTISEMENT
নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে। আশিক ঢাকা থেকে প্রকাশিত নতুন দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল।
ADVERTISEMENT
অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় আশিক সবসময় সামনের সাড়িতে থাকত। আজ (সোমবার) বিকেলে শহরের অবকাশ পার্কে আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি অটোরিকশায় করে ফিরছিলাম।
ADVERTISEMENT
আশিক আমার পেছনে অন্য একটি রিকশায় ছিল। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরির সামনে রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।