ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ : মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে আগামী ২৫ জানুয়ারি। ওইদিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে। এছাড়া মেট্রোরেলের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে।
ADVERTISEMENT
নতুন সূচি অনুযায়ী, মেট্রোরেল চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে, এখনকার মতোই সকালে গেট খোলা হবে ৮টায় আর বন্ধ হবে বেলা ১২টায়।
ADVERTISEMENT
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
ADVERTISEMENT
তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সময় পরিবর্তন করা হয়েছে। আমরা আগেই বলেছিলাম, ধীরে ধীরে নতুন স্টেশন বাড়ানো হবে। স্টেশন বাড়ানোর পাশাপাশি সময়ও বাড়ানো হচ্ছে। অনেক চিন্তা-ভাবনা করেই সকাল সাড়ে ৮টায় মেট্রোরেলের চলাচল শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।
ADVERTISEMENT
এছাড়া বর্তমানে মেট্রোরেল রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি চলছে। এবার পল্লবী স্টেশন চালু হওয়ায় এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।
উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটারের মেট্রোরেলের রুটটির নাম এমআরটি লাইন-৬।
ADVERTISEMENT
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এরপর গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে তা সর্বধারণের জন্য খুলে দেওয়া হয়।
এ রুটটিতে ৪০ মিনিটেরও কম সময়ে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার পর ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে মেট্রোরেল থেকে ৮৮ লাখ টাকা আয় হয়েছে। এ পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়েছে ৯০ হাজার।