প্রেসিডেন্ট প্রস্রাব করে পায়জামা ভেজানোর ভিডিও করায় ৬ সাংবাদিক গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ : এক অনুষ্ঠানে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় প্রস্রাব করে পায়জামা ভিজিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট। আর এ ঘটনার দৃশ্য ধারণ করায় ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির।

ADVERTISEMENT

খবর দ্য গার্ডিয়ানের সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (সিপিজে) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ সুদানের ব্রডকাস্ট করপোরশন (এসএসবিসি) যখনই নিশ্চিত হয়েছে যে প্রেসিডেন্টের ওই ঘটনা সাংবাদিকরা ভিডিও করে ছেড়ে দিয়েছেন তখনই দেশটির নিরাপত্তা পরিষদ তাদের গ্রেপ্তার করে।

ADVERTISEMENT

গত ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছেন। সড়কটির উদ্বোধনের আগে অতিথিদের সাথে নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন তিনি। এ সময় হঠাৎ তার পরনের ধূসর পায়জামা ভিজে পানি গড়িয়ে নিচে পড়তে দেখা যায়। আর এই দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি কোনো টেলিভিশনে প্রচারিত না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। দক্ষিণ সুদানের সাংবাদিক কমিটির সভাপতি প্যাট্রিক ওয়েট বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল দক্ষিণ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ করা সাংবাদিকদের মঙ্গলবার ও বুধবার গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই ও জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র ডেভিড কুমুরি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।