৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ : ইউক্রেনে ৩৬ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ADVERTISEMENT

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে পুতিন এক আদেশে শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেন। সেইসঙ্গে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান তিনি।

ADVERTISEMENT

ক্রেমলিন থেকে দেওয়া বিবৃতিগুলিতে সবসময় রাশিয়ার সময় ব্যবহার করা হয়।

এদিকে পুতিনের এ আহ্বানকে ‘প্রতারণা’ আখ্যা দিয়েছেন ইউক্রেন কর্তৃপক্ষ। তারা জানান, ইউক্রেইনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ সম্ভব।

ADVERTISEMENT

বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ৩টি ধারা রয়েছে রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট এবং অর্থোডক্স। রাশিয়া ও ইউক্রেনে বসবাসকারীসহ অনেক অর্থোডক্সপন্থীরা তাদের বড়দিন ৬ ও ৭ জানুয়ারি পালন করেন। তবে, রোমান ক্যাথলিক ও প্রোটেস্টান্টপন্থীরা ২৫ ডিসেম্বর বড়দিন পালন করেছেন।

ADVERTISEMENT

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী।

ADVERTISEMENT

রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ প্রায় ১ বছর হতে যাচ্ছে।