ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বান্দরবানের লামা প্রতিনিধি, বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ : বান্দরবানের লামার ম্রো পাড়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পর, খোলা আকাশ আশ্রয় নিয়েছে অনেক পরিবার। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। রোববার ( ১ জানুয়ারি) মধ্যরাতে সরই ইউনিয়নের দুর্গম রেংয়েন ম্রো পাড়ায় হামলার ঘটনার পর থেকে থমথমে অবস্থা পাহাড়ি জনপদটিতে।
ADVERTISEMENT
অনেকদিন থেকে রাবার বাগানের জায়গা-জমি নিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে বান্দরবানের সরই ইউনিয়নের দুর্গম রেংয়েন ম্রো পাড়ার লোকজনদের দ্বন্দ্ব। তারই জের ধরেই রোববার মধ্যরাতে ছয়টি ট্রাকে দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে রেংয়েন ম্রো পাড়ায় হামলা ও লুটপাট চালায়।
ADVERTISEMENT
দুর্বৃত্তরা এ সময় তিনটি বাড়িতে আগুন দেয় ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে। আতঙ্কে পাড়ার লোকজন পাহাড়ে আশ্রয় নিয়েছে। তাদের অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রিজের লোকজন ম্রোদের পূর্বপুরুষের জুমের জায়গা দখল করতে এ ঘটনা ঘটিয়েছে। তবে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
ADVERTISEMENT
তারা বলছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে জায়গা জমি দখলের অভিযোগ আনা হচ্ছে। ম্রো পাড়ায় হামলা ও লুটপাটের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন ও পুলিশ।