বাউল সাধক ক্বারী আমির উদ্দিন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রিপোর্ট ফারজানা লীনা,বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ : ক্বারী আমির উদ্দিন। জীবন্ত কিংবদন্তি। আমিরী গান নামে স্বতন্ত্র একটি ধারা তৈরি করেছেন। এই বাউল সাধকের রচিত গানের সংখ্যা ৬ হাজারের অধিক। ধারনা করা হয় বাউলকবিদের মধ্যে সর্বাধিক গানের লেখক ক্বারী আমির উদ্দিন।

ADVERTISEMENT

জন্ম ১৯৪৩ সালেল ১৯ ফেব্রুয়ারি, সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর গ্রামে। পড়াশুনার শুরুটা মাদরাসা থেকেই, কৃতিত্বের সাথে ক্বারীয়ানা পাশ করেছেন তিনি। মারফতি জ্ঞান আর আধ্যাত্মবাদ চর্চা করতে গিয়ে ধীরে ধীরে বাউল সাধনায় মনোযোগ দেন।

ADVERTISEMENT

মহাজন ক্বারী আমির উদ্দিন গত ছয় দশক ধরে এ অঞ্চলের মানুষকে তাঁর সুরের মায়ায় আচ্ছন্ন করে রেখেছেন। আমিরি সঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে প্রেমের গান। আপাতদৃষ্টিতে গানগুলোর বহিরাবরণ মানবীয় প্রেমের মনে হলেও, মূলত তার কথা-সুরে আছে পরমেশ্বরে সমর্পণ হওয়ার আকুতি।

ADVERTISEMENT

ক্বারী আমির উদ্দিনের এরকম একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে। কুহু সুর-এর ব্যানারে, টি রেকর্ডস এর এই উপস্থাপন প্রশংসা কুড়াচ্ছে মরমী গানের সমঝদার শ্রোতাদের কাছে। ‘অভিমান করে তুমি চলে যেও না’ গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এবং চিত্রশিল্পী রুহুল আমিন তারেক। সংগীতায়োজন করেছেন সজিব খান।

ADVERTISEMENT

গানটির অনলাইন পরিবেশনা উপলক্ষে এক ভিন্নধর্মী আমিরি সন্ধ্যার আয়োজন করা হয়। রাজধানীরে রায়েরবাজারের ‘দ্যা স্পেস’ গ্যালারিতে এই অয়োজনে নির্মাতা ও অভিনেতা মামুনুর রশীদসহ গুণীজনেরা উপাস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে ক্বারী আমির উদ্দিন এর জানা অজানা নানা বিষয় আলোচিত হয়।

ADVERTISEMENT

হাওর অঞ্চলে বেড়ে ওঠা তারেকের কণ্ঠের সহজ-সরলতা গানটিকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন সুধীজনেরা। চমৎকার গায়কীর সাথে অসাধারন সঙ্গীত আয়োজন করে গানে ঐশ্বরিক এক আবহ সৃষ্টি করে সমাদৃত হয়েছেন সংগীত পরিচালক সজিব খানও।