ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ : ঢাকায় বইছে হিমেল হাওয়া। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে। দিনের তাপমাত্রা হুট করে কমে যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রির মতো। আর এতেই ঢাকাবাসী টের পাচ্ছে শীতের প্রকটতা।
ADVERTISEMENT
তাপমাত্রা আরও কিছুটা কমে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যার পর আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘ঢাকায় হুট করে শীতের তীব্রতা বেড়ে গেছে।
ADVERTISEMENT
এর তার মূল কারণ তিনটি— এক. রাতের তুলনায় হঠাৎ করেই দিনের তাপমাত্রা কমেছে। দুই. প্রচুর কুয়াশা এবং তিন. সূর্যের দেখা না পাওয়া। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশ কমে গেছে। এতেই শীতের তীব্রতা বেড়েছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দিনের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের তীব্রতা থাকতে পারে।’ রাতে তাপমাত্রা প্রায় একই থাকার কথা জানান তিনি।
ADVERTISEMENT
জানা যায়, সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ৬ দশমিক ৪ ডিগ্রি কমে নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে মঙ্গলবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫, যা সোমবার ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ADVERTISEMENT
গতকাল এবং আজকের তাপমাত্রা হিসাব করলে বোঝা যায় যে, সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এসেছে অনেক খানি। ফলে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়— অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে৷ আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫, যা গতকাল ছিল তেতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে দেশের সব অঞ্চলের তাপমাত্রা। বদলগাছিতে আজকের তাপমাত্রা ১০ দশমিক ৮ এবং কুমিল্লায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।