ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ইসলামের প্রতিনিধি,মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ : ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।
ADVERTISEMENT
মঙ্গলবার (৩ জানুয়ারি)। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি–
ADVERTISEMENT
জোহর: ১২টা ৬ মিনিট।
আসর: ৩টা ৪৯ মিনিট।
মাগরিব: ৫টা ২৭ মিনিট।
এশা: ৬টা ৪৫ মিনিট।
ফজর: ৫টা ২২ মিনিট (৪ জানুয়ারি)।
ADVERTISEMENT
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–
ADVERTISEMENT
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম : ৫ মিনিট
সিলেট : ৬ মিনিট
আরও পড়ুন:
যোগ করতে হবে:
খুলনা : ৩ মিনিট
রাজশাহী : ৭ মিনিট
রংপুর : ৮ মিনিট
বরিশাল : ১ মিনিট
ADVERTISEMENT