১৪ বছরে সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে : ড. মোশাররফ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০১ জানুয়ারি ২০২৩ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, তা আজ ভূলুণ্ঠিত। মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার নেই। গত ১৪ বছরে গায়ের জোরের সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

ADVERTISEMENT

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আজ গরিব মানুষের পেটে ভাত জোটে না। মধ্যবিত্ত গরিব হয়ে গেছে। কিন্তু ধনীরা আরও ধনী হয়েছে। সরকারের লুটপাটের কারণে গরিবরা আরও গরিব হয়েছে।

ADVERTISEMENT

দলীয়করণ করতে গিয়ে বিচারবিভাগকে সরকার ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ড. খন্দকার মোশাররফ বলেন, স্বৈরাচার কখনো আপসে ক্ষমতা ছাড়ে না। তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হয়। তাই রাজপথে থাকতে হবে।

ADVERTISEMENT

সমাবেশে আরও বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়া।