ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), পিরোজপুর প্রতিনিধি,রোববার, ০১ জানুয়ারি ২০২৩ :শরীর সুস্থ ও মন প্রফুল্ল রাখতে পিরোজপুরে শুরু হয়েছে অন্যরকম এক আয়োজন। শহরের প্রাণকেন্দ্র রিজার্ভ পুকুর পাড়ে যোগব্যায়াম ও শরীর চর্চার অন্যরকম এক চিত্র। যেখানে অংশ নেন বয়স্ক থেকে শুরু করে অল্প বয়সীরাও।
না, কোনো খেলাধুলা বা প্রতিযোগিতার মহড়া নয়, শরীর সুস্থ্য রাখতে ও সুস্থতার আশায় চলছে মিউজিকের তালে তালে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম ও শরীর চর্চা।
এই উদ্যোগের শুরুর গল্পটা একটু অন্যরকম। ৭৩ বছর বয়সী নির্মল কর্মকার নিজের অসুস্থতা থেকে মুক্তি পেয়ে প্রথমে বাড়ির সামনে প্রতিবেশীদের নিয়ে শুরু করেন যোগব্যায়াম ও শরীরচর্চা। ভালো ফলও পান।
লোকসংখ্যা বাড়তে থাকায় শহরের রিজার্ভ পুকুর পাড়ে শুরু করেন শরীরচর্চা প্রশিক্ষণ। গড়ে তোলেন ‘প্রভাতকালীন যোগব্যায়াম’ নামের একটি সংগঠন। স্বাস্থ্য সচেতনদের পাশাপাশি শারীরিক অসুস্থরাও আসছেন সুস্থ্যতার আশায়। ফলও পেয়েছেন অনেকে।
সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ৫০ জন। শরীর সুস্থ্য রাখতে প্রতিদিন সকালে পর্যায়ক্রমে ২৬টি ব্যায়ামের প্রশিক্ষণ দেন নির্মল কর্মকার