চলচ্চিত্র পরিচালকদের সভাপতি কাজী হায়াৎ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনের আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হায়াৎ। আর মহাসচিব হয়েছেন শাহীন সুমন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে তারা একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

ADVERTISEMENT

নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজারকে মাত্র ৭ ভোটে হারিয়েছেন বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ। জয়ের পর কাজী হায়াৎ বলেন, আমি বিজয়ের মাসে বিজয় পেয়েছি। শাহীন সুমন বলেন, হায়াৎ ভাই একটা ব্র্যান্ড। তাকে নিয়েই এগিয়ে যাব। এই জয় আমাদের সবার।

সন্ধ্যা থেকে ভোট গণনার পর শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

ADVERTISEMENT

আরও যারা নির্বাচিত হয়েছেন-

ছটকু আহমেদ (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব), ওয়াজেদ আলী বাবলু (প্রচার প্রকাশনা ও দপ্তর)।

ADVERTISEMENT

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-

মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান।

প্রসঙ্গত, পরিচালক সমিতির নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩০২ জন পরিচালক।