ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ : রাজপথে প্রধান বিরোধীদল বিএনপির প্রতি ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অতীতে যারা রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে, তাদের কাছে রাষ্ট্রকাঠামো মেরামত আশা করা যায় না।
ADVERTISEMENT
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী ২ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন সামনে রেখে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ADVERTISEMENT
সম্মেলনে তিনি বলেন, তারা তো দিয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা। কিন্তু আমরা মনে করি, অতীতে যারা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামত হবে না। তাদের কাছ থেকেও রাষ্ট্রকাঠামো মেরামত আশা করা যায় না।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় সম্মেলনে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ADVERTISEMENT
কাউন্সিলের লিখিত অনুমোদন পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা লিখিত আবেদন করেছিলাম এবং ডিএমপি কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা পরিষদের মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের শহীদুল ইসলাম কবীর প্রমুখ।