ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ : গত বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া স্বপ্নের মেট্রোরেলে দ্বিতীয় দিনের মতো আজও উপচেপড়া ভিড় দেখা গেছে। ভোরে শীত উপেক্ষা করে স্টেশনে ঢুকতে যাত্রীদের দীর্ঘ সারি।
ADVERTISEMENT
শুক্রবার ভোর থেকে মেট্রোরেলের এক নম্বর স্টেশন উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান অনেকে। সবার চোখেমুখেই ছিল আনন্দ-উচ্ছ্বাসের ছটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে এ সারি।
উত্তরার উত্তর স্টেশনে এক যাত্রী জানান, গতকাল (বৃহস্পতিবার) এসে ফিরে গেছি। এ জন্য আজকে ভোর সাড়ে ৫টায় এসে লাইনের প্রথমেই দাঁড়িয়েছি। আজকে গেট ওপেনের প্রথমেই প্রবেশ করতে পেরে ভীষণ খুশি।
ADVERTISEMENT
তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নতুন হওয়ায় অভ্যস্ত হতে সময় লাগছে। এসব জটিলতা পেরিয়ে ট্রেনে চড়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা।
মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন জানান, এখন আমরা সীমিত পরিসরে চালু করেছি। এরপরও এখন দর্শনার্থী অনেক বেশি। সবাই একসঙ্গে প্ল্যাটফর্মে ঢুকলে সমস্যার সৃষ্টি হবে। প্রথম প্রথম মানুষের একটু ভিড়তো থাকবেই। নতুন এ গণপরিবহনে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।
এদিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার প্রথমদিনে ৩ হাজার ৭৫৬টি একক যাত্রার টিকিট নিয়ে ভ্রমণ করেছেন যাত্রীরা। যাত্রীদের প্রত্যেকে ৬০ টাকা পরিশোধ করেছেন। আর এসময়ে ৯৯টি ৫০০ টাকার এমআরটি পাস কার্ড সংগ্রহ করেছেন যাত্রীসাধারণ।