বাংলার জলসীমায় রুশ জাহাজ, নোঙর করতে দেবে না বাংলাদেশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছালেও ভিড়তে পারছে না মোংলা বন্দরে। কারণ, এই জাহাজের ওপর রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নোঙরের জন্য রাশিয়া চাপ দিলেও বাংলাদেশ জানিয়ে দিয়েছে, এটির সুযোগ নেই।

ADVERTISEMENT

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে গেল ১৪ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে আসে উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ। ২৪ ডিসেম্বর যা বাংলাদেশে পৌঁছানোর কথা।

তবে মোংলা বন্দরে ভেড়ার আগে যুক্তরাষ্ট্র জানায়, স্পার্টা-থ্রি নামে যে জাহাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, এটিই সেটি। নাম বদলে ‘উরসা মেজর’ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। তাই একে নোঙরের অনুমতি দেয়া উচিত হবে না। কিন্তু নোঙর করানোর পাল্টা দাবি জানায় রাশিয়া।

বিষয়টি নিয়ে রুশ রাষ্ট্রদূত বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধির উপস্থিতিতে জানিয়ে দেয়া হয়, নিষেধাজ্ঞায় থাকা কোনো জাহাজ বন্দরে ভিড়তে দেয়ার সুযোগ নেই। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ  চৌধুরী জানান, নিষেধাজ্ঞার বিষয়টি জানতো না বাংলাদেশ।

ADVERTISEMENT

তিনি বলেন, জাহাজটির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আছে, আমাদের মেরিন অফিসে সেটি জানা ছিল না। এখন যেহেতু জানা গেছে, সেহেতু সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

রাশিয়ার দূতাবাসের মুখপাত্র মুঠোফোনে জানান, এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না তারা।