ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ : দরজায় কড়া নাড়ছে মেট্রোরেলের উদ্বোধনের ক্ষণ। সাধারণ মনে উৎসাহের শেষ নেই এর ব্যবহার বিধি আর ভাড়া নিয়ে।
ADVERTISEMENT
এরই মধ্যে ঘোষণা এসেছে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর প্রতিকিলোমিটার ৫ টাকা। তবে ব্যবহার বিধি শেখার জন্য বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই।
আধুনিক বিশ্বের মেট্রোরেল স্টেশনে যা কিছু থাকে তার সবই বিদ্যমান এখানে। মাটি থেকে প্রায় ৫ তলা উঁচুতে মূল স্টেশন। সেখানে উঠার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। সিড়ি, লিফট আর এক্সেলেটর।
সাধারণের মনে প্রশ্ন কিভাবে কাটা যাবে এর টিকেট? স্টেশনগুলোতে থাকা বুথ থেকে সংগ্রহ করতে হবে টিকেট বা পাস। দুই ধরণের পাশ থাকবে এই পথে।
একবার যাতায়াতের জন্য সিঙ্গেল টিকেট আর একাধিকবার যাতায়াতের জন্য বিশেষ পাশ। এটি নিতে হবে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে দুইশ টাকা জামানত দিয়ে। ১০ বছর মেয়াদী এই কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।