ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ : খ্রিস্টানদের বড়দিনে শুভেচ্ছা জানানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্ব মুসলিম লীগের প্রধান শায়েখ ড. মোহাম্মদ আল-ঈসা। তিনি বলেন, খ্রিস্টানদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে মুসলমানদের নিষেধ করে না ইসলাম। এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর আরব নিউজের।
তিনি বলেন, শরিয়া আইনে এমন কোনো নির্দেশনা নেই যেখানে মুসলিমদের খ্রিস্টানদের বড়দিনে শুভেচ্ছা জানানোর ব্যাপারে নিষেধ করেছে। তবে আপত্তি শুধুমাত্র নিশ্চিত ধর্মীয় ঐকমত্যের বিষয়ে হতে পারে, অনুমানমূলক নয়, যোগ করেন শায়েখ আল-ঈসা।
ADVERTISEMENT
বিশ্ব মুসলিম লীগের মহাসচিব বলেন, এমন কোনো ধর্মীয় পাঠ্য নেই যেখানে এ ধরনের শুভেচ্ছাকে নিষিদ্ধ করে। যখন একজন মুসলিম অন্য অমুসলিমকে ছুটির দিনে শুভেচ্ছা জানায়, এর মানে এই নয় যে তিনি অন্য বিশ্বাসকে স্বীকার করছেন। এই অভিবাদনের উদ্দেশ্য একটি বিশ্বে সহাবস্থান ও সম্প্রীতিকে উন্নীত করা যা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, খ্রিস্টান ও ইহুদিদের দেওয়া খাবার মুসলিমরা খেতে পারবেন। তবে অন্যদের দেওয়া খাবার খাওয়ার অনুমতি ইসলাম দেয় না।
তিনি আরও উল্লেখ করেন, অমুসলিমদের সঙ্গে ছুটির শুভেচ্ছা বিনিময় সংক্রান্ত ফতোয়া মুসলিম বিশ্বের সিনিয়র পণ্ডিতদের দ্বারা জারি করা হয়েছিল এবং শরিয়া আইনশাস্ত্র সম্পর্কিত কোনো বিষয়ে আপত্তি করা জায়েজ হবে না।
আল-ঈসা মক্কার বেসরকারি সংস্থা বিশ্ব মুসলিম লীগের প্রধান। এই সংস্থার প্রধান উদ্দেশ্য ইসলামের সঠিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।