ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলটির পক্ষে জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘ভাঙচুর ও লুটপাটের’ ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ৫০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
রোববার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষতির পরিমাণ তুলে ধরেন খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কম্পিউটার, ল্যাপটপ, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র ও নগদ অর্থ লুট করা হয়েছে। এটি আসলে ডাকাতির ঘটনা।
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, গত ৭ ডিসেম্বর পুলিশ হামলা চালায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। ওই দিন পুলিশের ছত্রচ্ছায়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। পরে সেখানে বিভিন্ন কক্ষে তারা ভাঙচুর চালায়। তারা কার্যালয় থেকে মালামাল লুটে অংশ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিএনপির এই নেতা বলেন, সাধারণত কোনো অফিস বা গৃহে তল্লাশি করা হলে ওই সময় মালিকপক্ষ কিংবা নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী হিসেবে রাখার আইন থাকলেও বিএনপির কার্যালয়ে অভিযানের সময় সেই বিষয়টি অগ্রাহ্য করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিভাগীয় গণসমাবেশ ছিল বিএনপির। সমাবেশকে কেন্দ্র করে দুদিন আগে অর্থাৎ ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্কিছু নেতাকর্মী অবস্থান নেয়। রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে গেলে সেখানে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ-বিএনপির নেতাকর্মীদের। এতে উভয় পক্ষের অনেকে আহত হন। সেদিনই বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান চালায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।