ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ : কয়েকদিন আগে এক স্ট্যাটাসে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানান, দীর্ঘ তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নানা সময়ে রাজনীতির শিকার হয়েছেন। এছাড়া কিছু কাজে তার সঙ্গে কথা হওয়ার পরে অন্যদের কাস্ট করা হয়েছে বলেও জানান দীঘি।
দীঘির এই মন্তব্যের প্রেক্ষিতে কিছু সংবাদমাধ্যমের সংবাদে অভিযোগ হিসেবে বলা হয়, নির্মাতা রায়হান রাফি তার সিনেমায় দীঘিকে নিতে চেয়েও পরে বাদ দিয়েছেন অভিনেত্রীকে। এমনটা সংবাদে আসার পর রাফি সংবাদমাধ্যমে বলেন, একটি চরিত্রের জন্য একাধিক শিল্পীর সঙ্গে কথা হতে পারে পরিচালকের। সেখান থেকে চূড়ান্ত করা হবে একজনকে, তার সঙ্গেই লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে বলেছে তাকে বাদ দিয়েছি আমি। তাকে চরিত্রের জন্য আমার কাছে উপযুক্ত হয়নি, তাই যোগাযোগ করা হয়নি।
দীঘিকে পরামর্শ দিয়ে রাফি আরও বলেন, তার উচিত হবে টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে আরও মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে তা কিন্তু নয়। অন্যরা কেন বাদ দিলো তাকে? অবশ্যই ঘাটতি রয়েছে তার।
এদিকে রাফির এই মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। ‘চ্যানেল 24’-কে এই অভিনেত্রী বলেন, টিকটক নিয়ে সে কখনোই কোনো অভিযোগ করেনি। আমি মনে করি এমন কোনো মানুষ নেই যে টিকটক করে না। টিকটক নিয়ে যদি বারবার কথা হয় তাহলে আমি মনে করব এটা শুধুই এক্সকিউজ। আমি নিজেও রাফি ভাইয়ার একটা টিকটক দেখেছি তার নায়িকার সঙ্গে। সে যাদের নিয়ে কাজ করছে কিংবা করেছে, তাদের অধিকাংশই টিকটক করা তারকা। তার (রায়হান রাফি) যদি টিকটককে এতই বড় ইস্যু মনে হতো তাহলে অন্য কোনো নায়িকা খুঁজে নিতো। এ নিয়ে আমার সঙ্গে তার অন্তত ইস্যু হয়নি। তারপরও বিষয়টি কেন সামনে নিয়ে আসছে একদমই জানি না।
তিনি বলেন, তার যদি আমাকে নিয়ে বডি শেমিং করতে হয়, আমাকে যোগ্য মনে না হয়—এসবই তার ব্যক্তিগত ব্যাপার। আমরাও অনেককে অনেক কিছু বলে থাকি। সে তার ভাবনা শেয়ার করতেই পারে। আমি কিছু মনে করিনি। যারা আমাকে যোগ্য মনে করেছে তারা নিয়েছে কাজে।
রায়হান রাফির সঙ্গে ‘সুড়ঙ্গ’-এ কাজের ব্যাপারে কথা হয়েছিল কিনা জানতে চাইলে দীঘি বলেন, সে আমাকে এটাও বলেছে নেক্সটে আমরা সাইনিং করব। এরপর এটা নিয়ে তার সঙ্গে অনেক দিন কথা হয়নি আমার। পরে তাকে যখন সিনেমাটির ব্যাপারে জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে প্রযোজক নিয়ে কাজ হচ্ছে। আমরা যখন এটা চূড়ান্ত করব তখন আমরা তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। তারপেরে সে আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। সে আমাকে চুক্তিবদ্ধ করেনি। তবে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। আমি যে চুক্তিবদ্ধ হবো না, সেটা জানতাম না। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।
ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দীঘি গত তিন বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন বলে জানান। তার স্ট্যাটাসের পরই কিছু সংবাদমাধ্যমে অভিযোগ হিসেবে রায়হান রাফির প্রসঙ্গ তুলে ধরা হয়। এ ব্যাপারে দীঘি বলেন, ফেসবুকে স্ট্যাটাসে আমি যে তাকে (রায়হান রাফি) নিয়ে কিছু লিখেছি তা নয়। আমার সঙ্গে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে বলেই আবেগ বা খারাপ লাগা থেকে স্ট্যাটাসটি দিয়েছি। সে যদি নিজ থেকে বাড়িয়ে নিজের দিকে নিয়ে নেয় তাহলে আমার দোষ না।
ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কথাও বলেছেন দীঘি। এ বিষয়ে জানতে চাইলে বলেন, ইন্ডাস্ট্রিতে কিছু টিম, দল হয়েছে। তাদের মধ্যেই কাজ করে। ওটিটি ও সিনেমার জন্য আলাদা সিন্ডিকেট রয়েছে। তারা তাদের বাইরে কাজ করতে চায় না। নতুনদের সুযোগ দিতে চায় না। আমাদের দক্ষতা থাকার পরও আমাদের নিয়ে তারা কাজ করে না। কেন করে না তা জানি না। শেষ পর্যন্ত আশাহত করে। এটা অনেক দিন সহ্য করেছি।