ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ : গুণী নির্মাতা কাজী হায়াৎ বহু ছবি নির্মাণের মাধ্যমে অনেক আগেই খ্যাতি লাভ করেছেন। দর্শকরা তাকে পরিচালক ও অভিনেতা হিসেবেই চেনেন-জানেন। তবে তার ভাষ্যমতে তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের দীর্ঘদিন পরে এসে সেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি করলেন ‘ইতিহাস’ সিনেমার পরিচালক।
সম্প্রতি এক অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, ৩ এপ্রিল (১৯৭১ সাল) যশোরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তখন এর নাম মুক্তিযুদ্ধ সংগঠন হয়নি। নিজে টিম গঠন করে তিনটি অস্ত্র নিয়ে লঞ্চ নিয়ে চলে গেছিলাম যুদ্ধ করতে। সেসময় ১৬ ডিসেম্বর আমি কলকাতায় ছিলাম।
তিনি বলেন, আমরা দুই বন্ধু খুব সাইকেল চালাতাম। সেসময় বঙ্গবন্ধুর বক্তৃতা শোনার জন্য গোপালগঞ্জ থেকে সাইকেল চালিয়ে পাঁচটি ফেরি পার হয়ে ঢাকায় এসেছিলাম। আসতে আসতে সন্ধ্যা হয়েছিল। এ কারণে বক্তৃতা শুনতে পারিনি আমরা।
কাজী হায়াৎ বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা কিন্তু সরকারি গেজেটভুক্ত নই। আমি ভেবেছিলাম, আমার আজও ধারণা গ্রামে গ্রামে খুঁজে বের করা হবে কে মুক্তিযোদ্ধা। সেই হিসেবে আমাকে মুক্তিযোদ্ধা হতে আবেদন করতে হবে। আমাকে খুঁজে বের করতে হবে। কে কি নিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধে। আমি ভাবলেও তা হয়নি।
এই নির্মাতা আরও বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার মৃত্যুতে কী বাজাবেন তা জানি না। তবে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবেন।