ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ : আওয়ামী লীগের অনুরোধে ২৪ ডিসেম্বর সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত দশটায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেলিমা রহমান বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। ২৪ ডিসেম্বরের পর কাছাকাছি সময়েই কোনো একটি তারিখ নির্ধারণ হবে। তবে ঠিক কবে, তা এখনও জানি না।
স্থায়ী কমিটির এ সদস্য বলেন, মিটিংয়ে ২৪ ডিসেম্বরের বদলে ২২ অথবা ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণের প্রস্তাব তুলেছেন একাধিক নেতা। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সরকার ভোট ডাকাতি করেছিল। ওই ঘটনা বিবেচনায় নিয়ে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দিনই আমাদের গণমিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।
উল্লেখ্য, রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ থেকে ২৪ ডিসেম্বর গণমিছিলসহ সরকারবিরোধী আন্দোলনের ১০ দফা ঘোষণা করে বিএনপি। ওই সমাবেশ থেকে অন্যান্য রাজনৈতিক দলকেও এসব দাবি আদায়ে মাঠে নামার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তাতে সংহতি জানায়।