ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুন্সীগঞ্জ প্রতিনিধি,সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ : মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জালাল হোসেন নামক এক বহিরাগতের ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা আদালত ভবনের তৃতীয় তলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ আলী বলে জানা গেছে।
পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসের গেটে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে বাগবিতণ্ডায় তর্কে জড়ান ওই ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসের ভেতরে ওই পুলিশ কনস্টেবলকে ব্লেড দিয়ে কয়েকটি পোঁচ দেন। এতে কনস্টেবল মোহাম্মদ আলী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আদালতের এজলাস থেকে জালালকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোট পুলিশের ইনচার্জ জামাল হোসেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম জানান, বেলা আড়াইটার দিকে কোর্ট থেকে এক আহত পুলিশ সদস্যকে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (অর্থ) সুমন দেব জানান, দুপুরে এক বহিরাগত এসে আদালতের ভেতর পুলিশ সদস্যকে ধারালো কিছু দিয়ে আঘাত করে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় হামলাকারী জালাল হোসেনকে আটক করা হয়েছে।