সিএমএম কোর্টে মির্জা ফখরুল ও আব্বাস, বিএনপিপন্থি আইনজীবীদের স্লোগান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ : পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে।

এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দেন। স্লোগানে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের মুক্তির দাবি জানান।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আদালতে আনা হয়।

আদালতে নেওয়ার পরই তাদের সেখানে হাজতখানায় রাখা হয়। এ সময় সেখানে কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে আইনজীবীরা প্রবেশ করতে না পাওয়া বিক্ষোভ করেন।

এদিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে নেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ঢাকার আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে আদালতে শুনানি হবে।

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে গতকাল পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।