ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, মূল লক্ষ্য জনসমাগম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার , ০৪ ডিসেম্বর ২০২২ : রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। এজন্য জোর প্রস্তুতি নিতে বলা হয়েছে সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় নেতারা বলছেন, সমাবেশে ব্যাপক জনসমাগমই তাদের মূল লক্ষ্য। এতে বিপুল জনসমাগম ঘটাতে সব ইউনিটে বার্তা পাঠিয়েছেন শীর্ষ নেতারা। গ্রেপ্তার এড়াতে সতর্ক থাকার জন্য পরামর্শও দেয়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি পাভেল শিকদার জানান, যেই পরিবেশের সৃষ্টিই হোক না কেন, আমার টার্গেট ২০ হাজার লোক নিয়ে সমাবেশে অবস্থান নিব। তথ্য আছে আমি এবং আমার সহযোগীরা যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে, সেই পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। তবে সরকার যদি কোনো বাধা সৃষ্টি করে তাহলে আমরা ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করব।

যতটা পারা যায় কর্মসূচি বাস্তবায়নে সংঘাত এড়ানোর কথাও বলছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি। তবে সরকারের সঙ্গে না। প্রশাসন বাদ দিয়ে যদি আওয়ামী লীগ রাস্তায় আসে তাহলে তারা ১ ঘণ্টাও টিকবে না।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব খন্দকার এনামুল হক বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি। সেই লক্ষ্যে ১০ তারিখের সমাবেশ আমরা সফল করব।

তবে বাধা এলে পাল্টা জবাবের প্রস্তুতি নিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর যুবদল আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন বলেন, আমিতো গ্রেপ্তার হতেই পারি। গ্রেপ্তার কৌশল এড়িয়েই আমাদের নেতা কর্মীরা চলছে। এসব গ্রেপ্তার করে এখন আর জনসমাবেশ বন্ধ করা যায় না। ঢাকার বাইরেও হামলা, মামলা ও গাড়ি বন্ধ রেখেছিল। তবে সমাবেশ হয়েছে, ঢাকাতেও হবে।

তৃণমূলের নেতারা বলছেন, ঢাকার সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। যাতে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে এই সরকারের।