নির্মাণের চার মাসেই ধসে পড়ছে কোটি টাকার সড়ক বাঁধ (ভিডিও)

SHARE

রাস্তা মেরামত করছে সড়ক বিভাগ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুর প্রতিনিধি,বুধবার, ৩০ নভেম্বর ২০২২ : মাদারীপুরে নির্মাণের চার মাসেই ধসে পড়ছে কোটি টাকার সড়ক বাঁধ। ধস ঠেকাতে তড়িঘড়ি করে মেরামত করছে সড়ক বিভাগ। দোহাই দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগকে।

 

মাদারীপুরের ইটেরপুল থেকে ঘোষেরহাট পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার সড়ক। তিন বছর আগে, সংস্কার ও পুনর্নিমাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। সড়কের খালের পাশে ব্লক ও ইট-বালু-সিমেন্ট দিয়ে ছয় কিলোমিটার বাঁধ নির্মাণ শেষ হয় এই বছরের জুনে। ৪১ কোটি ৪০ লাখ টাকায় কাজ শেষ করে বরিশালের মো. মাহফুজ খান লিমিটেড নামের ঠিকাদার প্রতিষ্ঠান। মাস চারেক যেতে না যেতেই ধসে পড়ছে বাঁধটি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

এক পথচারী জানায়, নিচে বালি দিয়েছিল, বৃষ্টির কারণে সব ধুয়ে চলে গেছে। আর স্লাবগুলোর ভেতরে ফাঁকা হয়ে গেছে।

আরেক পথচারী বলেন, রাস্তার পাশে ব্লক বসানোর কথা থাকলেও ঢালাই দিয়েই ঠিকাদার প্রতিষ্ঠান টাকা উঠিয়ে নিয়ে চলে যায়।

এরইমধ্যে ভাঙন দেখা দেয়ায় তা তড়িঘড়ি করে মেরামত করা হচ্ছে। জেলা প্রশাসক বলছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সড়ক ও জনপথ বিভাগ মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, কাজ তো আরও এক বছর আগে আমি এসে দেখেছি এই কাজ কমপ্লিট। বৃষ্টিতে ভূমিধসের কারণে এরকম হতে পারে। তাদের জানানো হয়েছে তারা সংস্কার করে দেবে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এখানে যদি অনিয়ম হয়ে থাকে তা আমরা খতিয়ে দেখব এবং পরবর্তীতে আপনাদের এই ব্যাপারে জানানো হবে।

এদিকে সংস্কারে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।