আমরা খাবার-পানি পাইনি, ওয়াশরুমও ব্যবহার করতে পারিনি : নিপুণ (ভিডিও)

SHARE
রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে যা বললেন নিপুণ (ভিডিও)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ২১ নভেম্বর ২০২২ : দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ছিল। গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণের পরের দিন ফলাফল ঘোষণা করা হলে চিত্রনায়ক জায়েদ খানকে জয়ী ঘোষণা করা। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ আনেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়।

তবে সোমবার (২১ নভেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে পদটির দায়িত্ব নিপুণ পালন করবেন বলে নির্দেশনা দেয়া হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।

সোমবার (২১ নভেম্ব) বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এফডিসিতে। সেখানে নিপুণ বলেন, আপিল বোর্ডে যারা ছিলেন, তারা সবাই নয় মাস আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছেন। উচ্চ আদালত সঠিক রায় দিয়েছেন। এ জন্য উচ্চ আদালতের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।

তিনি বলেন, নয় মাস হয় এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনো আমি থাকব বা কখনো আমার অপজিশন যিনি তিনি থাকবেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল। আমি ও কাঞ্চন ভাই খুব সততা নিয়ে নির্বাচন করেছি। নির্বাচনের সব নিয়ম যথাযথভাবে পালন করেছি আমি। নিয়মের বাইরে একদমই যাইনি। এ কারণে খাবারও পাইনি, পানিও পাইনি। একটা ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি। সবই মেনে নেয়েছি।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস ছিল সত্যের জয়টা হবে। আজ সেটা হয়েছে। আপনারা সবাই আমার পাশে ছিলেন, আছেন ও থাকবেন। আর আমরা একটা গান বানিয়েছিলাম। ‘টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ’, সেটা নিয়েও আপত্তি ছিল। সেই গানটিই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। টাকা দিয়ে যে ভোট কেনা-বেচা হয়েছিল, তা আমি প্রমাণ করতে পেরেছি।

এ সময় এফডিসিতে অভিনেত্রী নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন এবং আরমান, জেসমিন, ডি এ তায়েব প্রমুখ।