মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের রুম ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার , ১৪ নভেম্বর ২০২২ : মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের চিকিৎসকদের রুম ভাগাভাগি নিয়ে গত সাতদিন ধরে রেসপিরেটরি বিভাগের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হয়ে আছে। এতে চরম বিপাকে পড়েছে পরীক্ষা করতে আসা রোগীরা।

এ ব্যাপারে রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেসবাউল হক রুবেল চ্যানেল 24 অনলাইনকে বলেছেন, কিছু দিন আগে হঠাৎ করে মেডিসিন বিভাগের লোকজন এসে আমাদের পরীক্ষা-নিরীক্ষা রুমে তালা দিয়ে যায়। এতে আমরা কোনো রোগীকে সঠিক সেবা দিতে পারছি না। ইতোমধ্যে একজন রোগী মারা গেছে।

তিনি বলেন, মেডিসিন বিভাগের যদি এ রুমটি প্রয়োজন হয় তারা ভালোভাবে নেবে। কিন্তু হঠাৎ করে তো রুমে তালা দিতে পারে না। এখানে এক প্রকার শক্তি প্রয়োগ করে হচ্ছে।

অধ্যাপক ডা. মেসবাউল হক বলেন, বিভাগের বিষয় বিভাগীয়ভাবে সমাধান করা উচিত ছিল। কিন্তু তারা এটা না করে রুমে তালা মেরে দিয়েছে। আবার তারা একটি রুম দিতে চাইছে। সেটি অনেক ছোট একটি রুম। সেখানে এসব পরীক্ষা-নিরীক্ষা মেশিন বসিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব না।

তিনি আরও বলেন, আমাদের এ হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া কোনো সরকারি হাসপাতালে এ পরীক্ষা করা হয় না। তাই রোগীদের অন্য জায়গায় রেফার করে দিতে হচ্ছে। তাদের টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে।

অধ্যাপক ডা. মেসবাউল হক বলেন, পরিচালককে দুইবার চিঠি দেয়া হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এতে করে আমরা জটিল রোগীদের সঠিক চিকিৎসা দিতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার রাশেদুন নবী বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে।’

এ ব্যাপারে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আহমেদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।