আইপিএলের নবম সংস্করণে এসে ধোনিকে টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় হলেন বিরাট কোহলি। কোহলিকে দলে ধরে রাখতে ১৫ কোটি রুপি গুণতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। অন্যদিকে আইপিএলের নতুন দল পুণে ধোনিকে ১২.৫ কোটি রুপিতে দলে টেনেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) প্রকাশিত তালিকায় দেখা যায়, যেসব খেলোয়াড়দের তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি রেখে দিয়েছে তাদের মধ্যে বিরাট কোহলির দামই সবচেয়ে বেশি। ভারতের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে হরভজন সিং ও আম্বাতি রায়ডুকে রাখার জন্য ৫.৫ কোটি ও ৪ কোটি রুপির জায়গায় দিতে হবে যথাক্রমে ৮ কোটি ও ৬ কোটি রুপি। বিসিসিআইয়ের তালিকা থেকে এটি জানা যায়।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইলের মূল্য ৭.৫ কোটি রুপি থেকে বেড়ে ৮.৪০ কোটি রুপি হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসির মূল্য ৪ কোটি রুপি থেকে বেড়ে ৪ কোটি ৭৫ লাখে উন্নীত হয়েছে।