গ্রিড বিপর্যয়: পিজিসিবির দুই প্রকৌশলী বরখাস্ত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৭ অক্টোবর ২০২২ : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-পিজিসিবি’র দুই প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন- পিজিসিবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী আল্লামা হাসান বখতিয়ার ও সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। পিজিসিবি’র জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তাদের সাময়িক বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দু’জনের বরখাস্তের আদেশ দেয়া হয়।

চলতি মাসের শুরুতে জাতীয় গ্রিড বিপর্যয়ে রাজধানীসহ চার বিভাগে ব্ল্যাকআউটের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

উল্লেখ্য, গত চৌঠা অক্টোবর দেশের বিভিন্ন এলাকায় একযোগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে প্রায় ছয় ঘণ্টা ঢাকাসহ দেশের চার বিভাগ বিদ্যুৎহীন ছিল। ঢাকার বাইরের বাকি তিন বিভাগের কোনো কোনো জেলা আট ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎহীন ছিল।