ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার , ১৭ অক্টোবর ২০২২ : রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট। শিশুদের উন্নত চিকিৎসার আশায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আসেন ভুক্তভোগীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, অসুস্থ শিশুদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করার জন্য চিকিৎসার পাশাপাশি হাসপাতালের মধ্যেই রয়েছে শিশুদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা। শিশুদের খেলার জন্য রয়েছে ছোট খেলার মাঠ, দোলনা, স্লিপারসহ বিভিন্ন সামগ্রী।
এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম চ্যানেল 24 অনলাইনকে বলেন, একটি শিশুর চিকিৎসার পাশাপাশি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে সুন্দর পরিবেশ এবং আনন্দ-বিনোদনের মধ্য দিয়ে সুস্থ করে তোলা। এই চিকিৎসাকে চিকিৎসকদের ভাষায় ‘প্লে থেরাপি’ বলা হয়।
তিনি বলেন, একটি অসুস্থ শিশু যখন সুস্থ বিনোদন পাচ্ছে তখন দেখা যাচ্ছে তার শরীর অর্ধেকই ভালো হয়ে উঠছে। সুস্থ বিনোদন শিশুর মনকে উৎফুল্ল করে, এটা গবেষণায় প্রমাণিত। সেই চিন্তার আলোকেই এই হাসপাতালের মধ্যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে শিশুরা সঠিক চিকিৎসার পাশাপাশি সুন্দর মানসিক চিন্তা নিয়ে সুস্থ হতে পারে।
অধ্যাপক জাহাঙ্গীর বলেন, উন্নত বিশ্বে শিশু হাসপাতালগুলো দেখলে মনে হয় যেন এক একটি খেলা বা বিনোদনের স্থান। তাই ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনের ৮ম তলার ছাদে পুরোটা শিশু বিনোদনের জন্য তৈরি করা হবে।
এছাড়া ৬৫০ শয্যা বিশিষ্ট স্বায়ত্তশাসিত হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক শিশু কার্ডিয়াক আইসিইউ সেবা। যেখানে রয়েছে শিশুদের হার্ট, কিডনি জটিলতা, হার্ট ছিদ্র অপারেশনসহ বিভিন্ন জটিল অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা।
তবে চিকিৎসা নিতে আসা শিশুদের অভিভাবকরা অভিযোগ করে বলেছেন, বিনোদনের ব্যবস্থা থাকলেও ভেতরের ওয়ার্ডগুলোতে অনেক দুর্গন্ধ। যেখানে শিশুদেরতো দূরের কথা বড়দের জন্যেও থাকা দুষ্কর। বিশেষ করে বাথরুমগুলো ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে আছে।
অসুস্থ শিশুদের সঙ্গে আসা অভিভাবকরা বলছেন, যেহেতু এটা হাসপাতাল, বিশেষ করে শিশুদের চিকিৎসা দেয়া হয়। তাই হাসপাতালটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। কারণ সুস্থতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, অভিভাবকরা যে অভিযোগ করেছেন তা অনেকাংশেই সত্য। এ বিড়ম্বনা দূর করার জন্য চলতি বছরের ডিসেম্বরের ১ তারিখ থেকে ৬৫ জন ক্লিনার এবং তিনজন সুপারভাইজার নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি ডিসেম্বর থেকে এর সুন্দর সমাধান হবে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এটি ১৯৮৩ সালে ঢাকার শেরে-বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানে শিশুস্বাস্থ্যের উপর বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।