মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার , ১০ অক্টোবর ২০২২ : জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন বিধান রেখে জাতীয় পরিচয় নিবন্ধন আইন,২০২২ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যতদিন আইন পাশ না হচ্ছে ততদিন জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতেই থাকবে। এরপর এই সেবা চলে যাবে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিশুর জন্মের পরপরই জন্ম নিবন্ধন নাম্বার দেয়া হবে যা জাতীয় পরিচয়পত্রের নাম্বার হিসেবে বিবেচিত হবে। তবে এর সঙ্গে নির্বাচন কমিশনের অধীন ভোটার আইডির কোন সম্পর্কে নেই। ভোটার পরিচয় পত্র দেয়া হবে ১৮ বছর বয়সে। তখন নির্বাচন কমিশন প্রয়োজনে কিছু পরিবর্তন এনে জন্ম নিবন্ধনে আইডি থেকেই ব্যক্তির ভোটার আইডি কার্ড সরবরাহ করবে।
উল্লেখ্য, গত বছর ৮ জুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে হস্তান্তরের বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।