ভেন্নার তেল দিয়ে প্রদীপ ও হারিকেন জ্বালাতে প্রস্তুত হোন: প্রধানমন্ত্রী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,বৃহস্পতিবার,শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছেই। ফলে এখন তা সীমিত ব্যবহার করাই ভালো। অন্যথায়, একসময় ভেন্না ও রেড়ির তেল দিয়ে কুপি জ্বালাতে হতে পারে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, দেশের সবাই প্রস্তুত হোন। বিশ্বব্যাপী যে অবস্থা সৃষ্টি হচ্ছে, তাতে শেষমেষ ভেন্না ও রেড়ির তেল দিয়ে সবাইকে চলতে হবে। সেটা দিয়ে মাটির প্রদীপ বা হারিকেন জ্বালাতে হবে।

এসময় ভেন্না গাছ সম্পর্কে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ গাছের ফলের তেল দিয়ে দীর্ঘক্ষণ কুপি জ্বলে। এখন অনেকেই তা চিনবে না। এ গাছে সবুজ ফল হয়। সেটা দিয়ে তেল হয়। নদীনালার তীরবর্তী এলাকা, পুকুরপাড় ভেন্না চাষের খুবই উপযোগী।

সরকার প্রধান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমশও বৃদ্ধি পাচ্ছে। ভূ-গর্ভস্থ গ্যাস হ্রাস হচ্ছে। ফলে এখনই সেসব ব্যবহারে সচেতন হতে হবে।

জনগণকে অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলোর দিকে তাকান আপনারা। তাদের অবস্থাও শোচনীয়। তাই এখন থেকেই সবাই হারিকেন জ্বালানোর জন্য প্রস্তুত হোন। কাঠ পুড়িয়ে রান্নার জন্যও প্রস্তুতি নেন।

তবে ডিজিটাল বাংলাদেশ চালানোর জন্য যেটুকু বিদ্যুৎ প্রয়োজন সেটা দিতে পারব বলে জানান তিনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা গ্যাস সংরক্ষণের চেষ্টা করছি। বাপেক্সের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি করেছি। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান করা হচ্ছে। সবমিলিয়ে আপনারা সচেতন হোন।