ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ : সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছাড়ে ৬০ তরুণ। অনেকে চিরকুটে কথিত জিহাদের কথা লিখে যান। এই নিয়ে নানা মহলে দেখা দেয় উদ্বেগ, নড়েচড়ে বসে আইনশৃখলা বাহিনী।
সিসিটিভি ফুটেজসহ নানা প্রচেষ্টার পর সম্প্রতি এমন সাত জনকে গ্রেপ্তার করা হয়। তাদের একজন শারতাজ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) র্যাবের মিডিয়া সেন্টারে নিজের জঙ্গিবাদের জড়িয়ে পড়া ও পরবর্তী সময়ে ভুল বুঝতে পারার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন শারতাজ।
জঙ্গিবাদে জড়ানো সম্পর্কে শারতাজ বলেন, এটা একটা ভুল পথ। কোনও কিছু করার আগে জেনেবুঝে করা উচিত। কেউ আমার মতো না বুঝে এমন ভুল করবেন না।
শারতাজ আরও বলেন, পরিবার ছেড়ে কথিত হিজরতে যাওয়ার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন। তাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। সুযোগ বুঝে তিনি পালিয়ে বাসায় ফিরে আসেন।
শারতাজ বলেন, আমি চার থেকে পাঁচ দিন হিজরতে ছিলাম। তার মধ্যেই বুঝতে পারি, এটা ভুল পথ। আসলেই এটা ভুল পথ। এই ভুল পথে কেউ যাতে পা না বাড়ায়, সেই অনুরোধ আমি জানাই।
এদিকে র্যাব বলছে, কুমিল্লার এক ইমাম ও পটুয়াখালির এক মাদারাসা শিক্ষক উদ্বুদ্ধ করেছে এসব তরুণকে। এদের মধ্যে ফেরত আসা এক তরুণ জানিয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন হবার কথা বলায় ফেরত আসেন তিনি।
র্যাব আরও জানায়, নতুন এই জঙ্গি সংগঠনটিতে এরই মধ্যে কমপক্ষে ৫শ’ সদস্য যোগ দিয়েছে বলে আইনশৃংঙ্খলা বাহিনীর ধারণা।