সীমান্ত উত্তেজনা: পালংখালিতে স্থানীয়দের চলাচলে কড়াকড়ি (ভিডিও)

SHARE
সীমান্ত উত্তেজনা: পালংখালিতে স্থানীয়দের চলাচলে কড়াকড়ি

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২ : কক্সবাজারের পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ৯ নম্বর ওয়ার্ডের আনজুমানপাড়া, পূর্বফাড়ি বিল ও বটতলি। চাষাবাদ, চিংড়ি ঘের এবং নদীতে মাছ ধরে জীবিকা করে এসব এলাকার মানুষ।

তবে গত দুদিন ধরে কোথাও যেতে পারেনি এলাকার কৃষক, দিনমজুর ও জেলেরা। কারণ সীমান্তের ওপারে যুদ্ধবিমানে মর্টারশেল নিক্ষেপ ও ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসে প্রতিনিয়ত। রাতে দেখা মেলে আগুনের ফুলকি। ফলে পুরো এলাকাজুড়েই আতংক।

বুধবার দিনভর অনেকটা শান্ত ছিলো পরিস্থিতি। বিকেল পর্যন্ত শোনা যায়নি গোলাগুলির কোন শব্দ। কিন্তু এরপরও ভয় কাটছে না মানুষের।

ইউপি সদস্য জাফরুল ইসলাম বলেন, চাষাবাদ এবং নদীতে মাছ ধরা এখন বন্ধ আছে। এ কারণে এলাকার মানুষ এখন চরম আর্থিক সংকটে পড়ছে। সেই সঙ্গে রয়েছে এলাকাজুড়ে আতংক।

একি অবস্থা বান্দরবানের তমব্রু ও আশপাশের এলাকায়। সেখানেও বুধবার সকাল থেকে কোন গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এদিকে সীমান্ত এলাকায় লোকজনকে সরিয়ে নিতে তালিকা ও জায়গা চিহ্নিত করা হলেও এখনো শুরু হয়নি সে প্রক্রিয়া।