সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শহর দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বুর্জ আল খলিফার পাশের একটি ৬৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দুবাই মলের কাছে দ্য অ্যাড্রেস হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।
ভবনটির ২০তলায় প্রথম আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ১০ মিনিটের মধ্যে পাঁচ তারকা ওই হোটেলের ৬০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও ইংরেজি নববর্ষ উদযাপনকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। একটি জটলা থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দুবাই শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১৬ জন সামান্য আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আর আগুনের ধোয়ার কারণে একজন হার্ট অ্যাটাক করেছেন। সাধারণ জনগণকে ঘটনাস্থলের আশেপাশ থেকে সরে যেতে বলা হয়েছে।