জিন তাড়ানোর নামে ঝাড়-ফুঁক, মাদরাসা ছাত্রীর মৃত্যু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি,বুধবার , ৩১ আগস্ট ২০২২ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিন তাড়ানোর জন্য কবিরাজের দেয়া ঝাঁড় ফুকে লিমা আক্তার তামান্না (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। লিমা স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা জাটিয়া ইউনিয়নের বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা রশিদ মিয়া জানান, বেশ কিছু দিন ধরে তার মেয়ে কোমর ব্যথা করে বলে জানায়। পরে তাকে ওষুধ খাওয়ালে ভাল হয়ে যায়। কয়েক দিন পর আবার কোমর ব্যথায় অসুস্থ হয়ে পড়ে তামান্না। এ সময় কোমড় ব্যথা ছাড়াও শরীর দুর্বল, মাথা, শরীর ব্যথা ও খিচুনি হতো। পরে ওই কবিরাজ আমেনা বেগমের দুই সহযোগী জালাল ও কাশেম তার মেয়ের চিকিৎসা করবে বলে জানায়।

তিনি আরও বলের, প্রথম দিন তামান্নাকে নিয়ে কবিরাজের বাড়িতে প্রায় চার ঘণ্টা ঝাড়-ফুঁক দেওয়ানো হয়। এতে তামান্না আরও অসুস্থ হয়ে পড়ে স। পরে সোমবার রাতে দুই সহযোগী নিয়ে বাড়িতে এসে চিকিৎসা চালান ওই কবিরাজ।

রাতভর তার মুখ চেপে ধরে নাক দিয়ে আগরবাতি ও কাপড় পোড়া ধোঁয়া দেয়া হয়। এতে তামান্না জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় জিন চলে গেছে বলে কবিরাজ ও তার দুই সহযোগী চলে যায়। তামান্নার জ্ঞান না ফেরায় বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার জন্য হাসপাতাল থেকে বের করলেই সে মারা যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাটি সাংবাদিকরা ফোন করে জানানোর আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। অনেক আগেই দাফন করা হযেছে। তবে তার পরিবারের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত জানানে হবে।