ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,সোমবার, ২৯ আগস্ট ২০২২ : দেশের বিভিন্ন স্থানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে আবারও স্বাস্থ্য অধিদফতরের অভিযান চলছে। অনিয়ম পাওয়ায় চট্টগ্রামে একটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করেছে সিভিল সার্জন।
অপারেশন, রোগী ভর্তি, জরুরি চিকিৎসা সব কাজ চললেও নেই কোনো কিছুর সঠিক বৈধতা। অপারেশন থিয়েটারে কাজ করা নার্সদেরও নেই কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা। একজন মাত্র চিকিৎসক পাওয়া গেলেও তার সাটিফিকেট কিংবা ক্লিনিকের সঙ্গে চু্ক্তি কোনো কিছুই দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে দেশজুড়ে আবারও অভিযানে স্বাস্থ্য অধিদফতর। অভিযানে নেমে অনেক অনিয়ম পাওয়া যায় চট্টগ্রাম নগরীর দেশ মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের বিরুদ্ধে। এমনকি ২০১৪ সালের পর নবায়ন করা হয়নি লাইসেন্সও।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, একজন চিকিৎসকের সঙ্গে হাসপাতালের যে চুক্তি থাকে এমন কোনো কাগজপত্রই দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
২০ শয্যার কথা বলা হলেও ক্লিনিকে ছিল না সে অনুযায়ী কোনো ব্যবস্থা। অভিযোগ অস্বীকার করে উল্টো সাফাই দেন দেশ মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান কাজী আহসান উদ্দিন।
আর এসব অনিয়মে অপচিকিৎসার শিকার অসহায় রোগীরা। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম।
অভিযানে ফেয়ার হেলথ ক্লিনিককে অপরিচ্ছন্ন ও নার্সদের সাটিফিকেট না দেখাতে পারায় ১০ দিনের সময় বেঁধে দেয় সিভিল সার্জন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিফতরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা হয়। এ সময় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে নানা ধরনের অসঙ্গতি দেখতে পেয়ে তাদেরকে সতর্ক করে দ্রুত ত্রুটি দূর করতে নির্দেশনা দেয় খুলনা বিভাগ স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. হারুনুর রশীদ।
এর আগে গত ২৬ মে একই ধরনের অভিযান চালায় স্বাস্থ্য অধিদফতর। সেই সময়ে সংশোধনের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে। আবারও ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সোমবার অভিযান শুরু হয়। যা চলবে আগামী বুধবার পর্যন্ত।
https://youtu.be/dielB0djC4A