ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার , ২৮ আগস্ট ২০২২ : বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সাল থেকে দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে তার জায়গা বরাবরই শীর্ষে। কেউ কেউ আবার রোমান্টিক হিরোও বলে থাকেন তাকে। তবে সব মিলে তিনি এক শাহরুখ খান। তারপরও কি কখনো ধর্ম নিয়ে মুশকিলে পড়েছেন এই বলি তারকা, প্রশ্ন অনেকেরই। খবর হিন্দুস্তান টাইমসের
২০০৯ সালে এক ইভেন্টে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, এসআরকে’র পুরো নাম যদি শাহরুখ খানের পরিবর্তে শেখর রাধা কৃষ্ণ হতো, তাহলে বিষয়টি কেমন হতো।
সাক্ষাৎকারে নায়ককে আরও প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন, ধর্ম ও আধ্যাত্মিকতায় বড় ভূমিকা রয়েছে সিনেমার? জবাবে অভিনেতা বলেন, আমার মনে হয় আধ্যাত্মিকতা ব্যক্তিগত কারও ভেতর থেকে আসে। আমার জন্য যেমন অভিনয়টাই আধ্যাত্মিকতা।
প্রসঙ্গত, শাহরুখ খানকে পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। এতে তার সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহম। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।