উড়ন্ত বিমানে আগুন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ : একটি উড়ন্ত বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়াদালাজারা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসগামী ওই যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর জরুরি অবতরণ করে বিমানটির পাইলট।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে উড্ডয়নের কয়েক মিনিট পর যাত্রীরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপর এয়ারবাস এ৩২০ বিমানটির ডান ইঞ্জিন থেকে স্ফুলিঙ্গ এবং অগ্নিশিখা দেখতে পান যাত্রীরা। আতঙ্কিত যাত্রীরা ক্রুদের আগুনে সতর্ক করে দেয়। পাইলটরা দ্রুত ঘুরে ফিরে গুয়াদালাজারায় নিরাপদে অবতরণ করে।

ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতের আকাশে ইঞ্জিন থেকে উজ্জ্বল স্ফুলিঙ্গ বের হচ্ছে।  বিমানটি একটি  জনবসতিপূর্ণ এলাকা দিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছে।

বিমানের ১৮৬ জন আরোহীর কেউই আহত হননি। তবে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তারা কান্নাকাটি, চিৎকার ও প্রার্থনা করতে থাকেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।