কালচারাল ইম্পর্টেন্ট পারসন হতে পারতেন অনন্ত জলিল: মিশা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার , ২১ আগস্ট ২০২২ : এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের ‘দিন দ্যা ডে’ সিনেমা দিয়ে বাংলা সিনেমার কোনো উন্নয়ন হয়নি প্রসঙ্গে কথা বলেন মিশা সওদাগর। বিষয়টি নিয়ে দুই তারকার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এ কারণে বিষয়টি স্পষ্ট করতে মিশা বলেন, “তার সিনেমা, ১২০ কোটি টাকার, তা দ্বিতীয় কোনো প্রযোজক আছে কিনা যে বানাবে! আমার মনে হয় না বানাবেন। কিন্তু অনন্ত জলিলের সামর্থ্য রয়েছে।”

পর্দার এই খল-অভিনেতা বলেন, “তিনি (অনন্ত জলিল) যেহেতু আন্তর্জাতিক ব্যবসায়ী, সিআইপি। তিনি যদি শাহরুখ খানের মতো প্রোডাকশন হাউজ করেন, যেখানে ট্যালেন্ড-নবীন-প্রবীণ সবাই কাজ করতে পারবে। তিনি যদি সবাইকে কাজের সুযোগ করে দেন, সবাই চান্স পাবে, সিনেমা হবে। এক কোটি টাকা হিসেব করলেও ১২০ কোটিতে ১২০টি সিনেমা হবে।”

‘পরাণ’ সিনেমার বাজেট টেনে এনে তিনি বলেন, “এই সিনেমার মতো বাজেট হলে দেড়শ’র মতো সিনেমা তৈরি করতে পারবেন। তিনি ব্যক্তিমালিকানায় না হোক যৌথ-মালিকানায় করুক। একটা স্টুডিও হাউজ করে দিলে যেখানে ভিএফএক্সের কাজ হবে, নতুন ট্যালেন্ডদের নেয়া হবে। তখন কিন্তু এই ইন্ডাস্ট্রি বদলে যাবে। তিনি তো সিআইপি (কর্মাশিয়াল ইম্পর্টেন্ট পারসন)। তখন তিনি হবেন কালচারাল ইম্পর্টেন্ট পারসন।”

প্রসঙ্গত, এর আগে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, অনন্ত জলিলের দাবি শত কোটি টাকায় নির্মাণ করা হয়েছে দিন দ্যা ডে সিনেমা। এতে হয়তো দর্শক বিনোদন পেয়েছে। কিন্তু তাতে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি।

খল-নায়ক ব্যক্তিগত মতামত হিসেবে আরও বলেন, তিনি (অনন্ত জলিল) এই মোটা অংকের টাকা দিয়ে ফিল্ম স্টুডিও, প্রোডাকশন হাউজ, ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করলে সেখানে অভিজ্ঞ, প্রবীণ ও এই সময়ের মেধাবী নির্মাতা এবং যোগ্য শিল্পীর কাজের সুযোগ পেতেন। ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হবে।

তিনি আরও বলেন, শত কোটি টাকায় একটি সিনেমা নির্মাণ না করে এই অর্থ বছরে অন্তত অর্ধশত সিনেমা করলে তাতে ইন্ডাস্ট্রির চেহারা বদলে যেতে বাধ্য। এর মাধ্যমে অনন্ত জলিল ‘কালচারাল ইম্পর্টেন্ট পার্সন’ ও ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি হতে পারবেন। আর তার এমন মন্তব্য নিয়েই এখন দুই তারকার পাল্টাপাল্টি মন্তব্য।

এই খল-অভিনেতার এমন মন্তব্যের পর ১৩ আগস্ট রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন দ্যা ডে’ সিনেমার এক প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল ও বর্ষা। এ সময় এই তারকা দম্পতি ইন্ডাস্ট্রিতে মিশা সওদাগরের অবদান সম্পর্কে কথা বলেন ও নানা প্রশ্ন রাখেন।