ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার , ১৩ আগস্ট ২০২২ : অভিনেতা জিয়াউল রোশান ও অভিনেত্রী মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ আগস্ট। তাহেরা জেনিফার ফেরদৌসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন প্রযোজক। এতে সিনেমাটির প্রযোজক, পরিচালকসহ অনেক শিল্পী উপস্থিত ছিলেন। তবে রোশান-মাহিকে দেখা যায়নি।
সিনেমার মুক্তির তারিখ ঘোষণা হলেও নায়ক-নায়িকা কেউই প্রচারণায় অংশ নিচ্ছেন না। এমনকি ফেসবুকেও সিনেমার পোস্টার শেয়ার করেননি। সেই ক্ষোভ থেকে সিনেমার সংবাদ সম্মেলনেও সিনেমার প্রধান দুই তারকা মাহি-রোশানকে ডাকেননি প্রযোজক।
সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার বলেন, নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই। তাছাড়া নায়ক-নায়িকা যখন নিজের সিনেমার প্রচার করে না তখন তো আর আমরা জোর করে করাতে পারি না। নিজের সিনেমার ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই। সিনেমার প্রচার না করলে একসময় মাইনাস হয়ে যাবে তারা।
এদিকে প্রযোজক জেনিফার এমন বক্তব্যে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন অভিনেত্রী মাহি। তার ভাষ্যমতে, সিনেমার মুক্তির বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি তাকে। তিনি বলেন, একটি সিনেমা কেবল প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। ফলে আমরা শিল্পীরা পারিশ্রমিকও কম নিয়েছিল তারপরও সেই তুলনায় সম্মান পাইনি আমরা।
মাহি আরও জানান, সিনেমাটি নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের জন্য নষ্ট হয়ে গেছে সব। একটি সিনেমা আমার কাছে সন্তানের মতো। অথচ আমার চোখের সামনেই মারা যাচ্ছে সেই সন্তানটি। বিষয়টি তো আমাদেরও খারাপ লাগে।