যেভাবে উদ্ধার হলো সেই সাহসী তরুণীর মোবাইল (ভিডিও)

SHARE
Student-Mobile

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৪ আগস্ট ২০২২ : অবশেষে উদ্ধার হলো সাহসী নারী পারিশা’র মোবাইল। গ্রেপ্তার করা হয়েছে জড়িত ২ ছিনতাইকারী ও এক চোরাই মোবাইল ব্যবসায়ীকে।

ছিনতাই যাওয়ার ১২ দিন পর নিজের ফোন হাতে পেয়ে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারিশা। কারণ এই মোবাইলের মেমোরিতে ছিল তার গবেষণাপত্র। কিন্তু ছিনিয়ে নেয়ার পর ফোন রিসেট দিয়ে সেগুলো মুছে ফেলেছে ছিনতাইকারী।

গত ২১ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারী ফোন নিয়ে গেলে হতবিহবল যখন কাঁদছিলেন পারিশা, তখন আরেকজন ছিনতাইকারী একই ধরনের কাজ করে পালিয়ে যাচ্ছিল। এতে হঠাৎই নিজের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে তার। একাই দ্রুত জাপটে ধরেন ওই ছিনতাইকারীকে। এমন সাহসিকতার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসা ঝরলেও নিজের ফোনটি তখন আর উদ্ধার করতে পারেননি।

পরে তেজগাঁও থানায় মামলা করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারী রাশেদ ও রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। মাত্র ৪ হাজার টাকায় শফিকের কাছে মোবাইলটি বিক্রি করে রাশেদ ও রিপন। তাদের তথ্যে ধরা পড়ে চোরাই মোবাইল ফোন ব্যবসায়ী শফিক।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের নামেই একাধিক মামলা আছে।

ভাইরাল হলেই কি তৎপর হয় পুলিশ। এমন প্রশ্নের জবাবে তাদের পুলিশের পরামর্শ, ছিনতাইয়ে জিডি নয়, করতে হবে মামলা।
https://youtu.be/tbO78XFJC-4