ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,০২ আগস্ট ২০২২ : যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। যাদের মধ্যে চার ভাইবোনও রয়েছে। বাবা মায়ের কোল থেকে তারা ভেসে যায়। খবর বিবিসি
রাজ্যের গর্ভনর জানিয়েছেন, মৃত্যের সংখ্যা আরও বাড়বে। একই সঙ্গে এ বন্যায় অনেকেই নিখোঁজ রয়েছে।
ভয়াবহ বন্যার কারণে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে ১২ হাজার ঘরবাড়ি, ডুবে গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মানুষের আবাসস্থল। এছাড়া রাস্তাঘাট ও ব্রিজ কালবার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা পুননির্মাণের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে পার্ক, চার্চ এবং মোবাইল হোমে রাখা হয়েছে। অত্যন্ত ৩০০ মানুষকে এভাবে আশ্রয় তৈরি করে দেওয়া হয়েছে।
কেন্টাকির পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৪ ঘণ্টা সময়ের মধ্যে আট ইঞ্চি (২০ সেন্টিমিটার)-এর বেশি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সোমবার পর্যন্ত কেন্টাকির মধ্য ও পূর্বাঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অংশে বন্যার আশঙ্কা সম্পর্কে সতর্ক করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অত্যন্ত ভারী বৃষ্টিপাতসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির ফলে আকস্মিক বন্যার হুমকি অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন কেন্টাকির বন্যাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে কেন্দ্রের সাহয্যের সাথে স্থানীয় উদ্ধার কার্যক্রমের সমন্বয় সাধনের অনুমতি দিয়েছেন।