ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ মামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলা প্রতিনিধি, ১ আগস্ট ২০২২ : ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহতের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।

সোমবার (১ আগস্ট) সকালে ভোলা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সরদার এ বিষয়টি নিশ্চিত করেন।

 
নিহত আব্দুর রহিম উপজেলার দক্ষিণ দিঘল-ধী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের যুবদল নেতা বলে জানা গেছে।
 

যুবদল নেতা আব্দুর রহিম হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
সদর হাসপাতালের মর্গের সামনে আহাজারি করছে আব্দুর রহিমের পরিবার। বিলাপ করতে করতে বারবার মূর্ছা যেতে দেখা গেছে নিহতের মা ফখরুন নেছাকে।
 
এদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ পাহারায় মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। দুপুরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা।
 
অন্যদিকে মামলা হওয়ার খবরে অনেকটা আত্মগোপনে বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি অফিসসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
https://youtu.be/mdEoLq-y51k