ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,২৯ জুলাই, ২০২২ : ছুটির দিনে গিয়েছিলেন ঝর্ণা দেখতে। কিন্তু কে জানত এটিই হবে তাদের জীবনের শেষ যাত্রা? ঝর্ণা দেখে ফেরার পথে ঝরে গেছে ১১টি তাজাপ্রাণ। মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই হাটহাজারির আমানবাজার এলাকা থেকে খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে খৈয়াছড়ায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে উঠে পড়া মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় দ্রুতগতির ট্রেনটি মাইক্রোবাসকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।
এসময় বিকট শব্দ শুনে আশপাশের বাড়িঘর থেকে ছুটে আসে লোকজন। নেমে পড়ে উদ্ধার কাজে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও ফায়ার কর্মীরা। ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় ১১ জনের মরদেহ। আহত ৫ জনকে পাঠানো হয় হাসপাতালে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, মহানগর প্রভাতী নামে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মাইক্রোবাসে ১৪ জন আরোহী ছিলেন। তারা পর্যটক বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে।
অভিযোগ, রেলক্রসিংয়ে একজন গেইটম্যান থাকলেও ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। গেইটের ব্যারিয়ারও ছিল খোলা অবস্থায়।
এদিকে ঘটনার তিন ঘণ্টা পর রেললাইন থেকে অপসারণ করা হয় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। এরপরই চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মহানগর প্রভাতী। ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে গঠন করা হয় ৪ সদস্যের কমিটি।