ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জ প্রতিনিধি,২৯ জুলাই, ২০২২ : চুরি হয়েছিল বিদ্যুতের মিটার, আবার ছয় হাজার টাকার বিনিময়ে সেই মিটার ফেরত পেলেন মানিকগঞ্জ সদরের আসলাম নামে এক ব্যক্তি। মুক্তিপণ আদায়ের অনেক ঘটনার কথা শোনা যায়, তবে মিটার চুরি করে তা টাকার বিনিময়ে ফেরত এমন ঘটনা নতুন। মানিকগঞ্জের সদর উপজেলায় এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। তবে তিন-চার মাস ধরে মিটার চুরির ঘটনা ঘটলেও চোরদের শনাক্ত করা যায়নি।
চুরি হওয়া কয়েকজন মিটার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরির পর চোরের দল মিটার বোর্ডে একটি মোবাইল নম্বর রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করে তাদের দাবি করা টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলে মিটার ফেরত দেওয়া হয়। চুরি যাওয়া মিটারের বদলে নতুন মিটারের সংযোগ নিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচের পাশাপাশি নানা ঝামেলা পোহাতে হয়। মূলত ঝামেলা এড়াতেই চোরের প্রস্তাবে রাজি হন মিটার মালিকরা। আর চোরের দলও এই সুযোগটি নিয়ে থাকে বলে জানান ভুক্তভোগীরা।
একই ধরনের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ পৌর এলাকার লৌখণ্ডা গ্রামের শুকুর আলীর সেচ প্রকল্পে। এ ঘটনায় তিনি সদর থানায় একটি জিডিও করেন। তিনি জানান, মিটার বোর্ডে ঝুলিয়ে রাখা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ১০ হাজার টাকা দাবি করা হয়। অনেক দরাদরি করে বিকাশের মাধ্যমে ছয় হাজার টাকা দেওয়া হয়। পরে তাদের নির্দেশ অনুযায়ী, ব্র্যাক অফিসের পেছনের জমি থেকে উদ্ধার করা হয় মিটার।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওবায়দুল্লা আল মামুন বলেন, মিটার চুরির বিষয়টি লোকমুখে আমরা জানতে পেরেছি কিন্তু গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বিদ্যুতের মিটার চুরির রহস্য উদ্ঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তিনি আরও জানান, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।